বাণিজ্য মেলার মেয়াদ বাড়লো ১০ দিন

আরো ১০ দিন সময় বাড়লো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। ৩১ জানুয়ারি পর্যন্ত চলার কথা থাকলেও ব্যবসায়ীদের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়। নতুন ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।

রোববার সকালে রফতানি উন্নয়ন ব্যুরোর এক বিশেষ বৈঠকে এই সময়সীমা বাড়ানো হয়।

এর আগে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের ডাকা দেশব্যাপী টানা অবরোধ হরতালের ফলে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা না হওয়ায় বাণিজ্য মেলার সময়সীমা বাড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানান ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি থেকে বাংলাদেশের পাশাপাশি ১৪ দেশের ৪৮টি প্রতিষ্ঠানকে নিয়ে শুরু হয় ২০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করেন। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও জার্মানি নতুন দেশ হিসেবে অংশ নিচ্ছে এবার। মেলায় সব মিলিয়ে রয়েছে ৫০০ স্টল।



মন্তব্য চালু নেই