‘বাঙালি দুষ্কৃতকারী’র ব্যাখ্যা দিতে আদালতে গাইবান্ধার ডিসি

সাঁওতালদের সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়ে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে উল্লেখিত ‘বাঙালি দুষ্কৃতকারী’ অংশের ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি)।

সোমবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৬ ডিসেম্বর মঙ্গলবার ডিসিকে সশরীরে হাজির হয়ে ১২ ডিসেম্বর ওই শব্দ প্রয়োগের বাখ্যা দিতে বলেছিলেন আদালত। ওই দিন আদালত বলেন, গাইবান্ধার জেলা প্রশাসক বাঙালিদের দুষ্কৃতকারী বলেছেন। একাত্তরের আগে এটা মানা যেত। সবকিছুর একটা সীমা থাকা উচিৎ। এরপর আদালত গাইবান্ধার ডিসিকে তলব করেন।

আদেশের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু ওইদিন সাংবাদিকদের বলেছিলেন, সাঁওতালদের ওপর হামলার ঘটনায় ৩০ নভেম্বর গাইবান্ধার জেলা প্রশাসকের পক্ষে থেকে হাইকোর্টে একটি প্রতিবেদন দেন। প্রতিবেদনের এক জায়গায় লেখা হয়েছে, ‘সাঁওতাল ও কিছু বাঙালি দুষ্কৃতকারী চিনিকলে হামলার ঘটনা ঘটিয়েছে।’



মন্তব্য চালু নেই