বাঘ হত্যায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে : হাইকোর্ট

সুন্দরবনে বাঘ হত্যার সঙ্গে জড়িতদের বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি জেএন দেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

গত ২৯ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন- ‘বাঘ হত্যা ও চোরাচালানের সঙ্গে রাজনৈতিক প্রভাবশালীরা’ আদালতের নজরে আনেন আইনজীবী মুহাম্মদ আলী খান।

আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে এই আদেশ দেন। আইনজীবী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই