বাঘাইছড়িতে উপজাতীয় দুগ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত-১
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বুলুবুনিয়া সরাইয় এলাকায় উপজাতীয় দুগ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে প্রতিপক্ষের একজন নিহত হয়েছে বলে জানাগেছে।
শুক্রবার ভোরে প্রায় পৌনে দু’ঘণ্টা এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া না গেলেও স্থানীয় একটি সুত্র দাবি করেছে সে ইউপিডিএফ কর্মী।
স্থানীয় সুত্রে জানাগেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার ভোরে রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বুলুবুনিয়া সরাইয় নামক স্থানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ’র মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। পৌনে দু’ঘণ্টা চলা এই বন্ধুক যুদ্ধে একজন নিহত হয়েছে ।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই