মোস্তফা কামাল চেয়ারম্যান, আবিদ আজম মহাসচিব
বাংলাদেশ সাংস্কৃতি ফোরাম (বাসাফো) এর আত্মপ্রকাশ
দেশের সামাজিক উন্নয়ন, সাহিত্যের বিকাশ সাধন, সুন্দর ও সুশীল সাংস্কৃতিক বির্নিমানে অসামাজিক ও অপসাংস্কৃতিক আগ্রাসনকে ঠেওে একটি সামাজিক, সাংস্কৃতিক, অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন “ বাংলাদেশ সাংস্কৃতি ফোরাম (বাসাফো) সম্প্রতি রাজধানীর রামপুরাস্থ সাপ্তাহিক দেশগ্রাম মিলনায়তনে আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সাপ্তাহিক দেশগ্রামের সম্পদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট, নজরুল ও ঐতিহ্য গবেষক সৈয়দ নাজমুল আহসান, সমাজসেবক ও শিক্ষানুরাগী সাদেক আহম্মদ মুরাদ, সাপ্তাহিক দেশগ্রামের নির্বাহী সম্পাদক মো: হানিফ সিকদার, সহ-সম্পাদক জি.এম জাফর আহমেদ, সাংবাদিক ও কবি আহমদ সাইফ, দৈনিক প্রথম আলোর সাংবাদিক, লেখিকা ও নাট্যকার নাইস নূর। প্রধান আলোচক ছিলেন- দৈনিক আলোকিত বাংলাদেশের সহ-সম্পাদক খ্যাতিমান কবি আবিদ আজম। দেশগ্রামের সিনিয়র সহ-সম্পাদক সাহাব উদ্দীন শিহাবের সঞ্চলনায় এবং সহ-সম্পাদক সুজন হাসানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মো: আল আমিন মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট চিকিৎসক ও লেখিকা ডা. আসমা মাহমুদা (হানি), দেশগ্রামের সি: স্টাফ রিপোর্টার আশরাফুল আলম, নরসিংদী জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির ও শুভানুধ্যায়ী মো: আবু তাহের। স্বরচিত কবিতা পাঠ করেন- ডা. আসমা মাহমুদা, মো: আবু তাহের, মেহেদী হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন- দেশগ্রামের স্টাফ ফটো সাংবাদিক আবু ইউসুফ রানা।
প্রধান আলোচক কবি আবিদ আজম তার বক্তব্য শেষে বাংলাদেশ সাংস্কৃতি ফোরাম (বাসাফো)এর আংশিক কমিটি ঘোষণা করেন।
নিন্মে কমিটির তালিকা প্রকাশ করা হলো
প্রধান উপদেষ্টা : কবি আল মাহমুদ, সহ-প্রধান উপদেষ্টা- কবি আসাদ চৌধুরী, উপদেষ্টা- মাসুদা সুলতানা (রুমি), সৈয়দ নাজমুল আহসান, অধ্যাপক মোহা. শেখ সাদী, নূর হোসাইন মোল্লা, কবি আল হাফিজ, সাবেক আহম্মদ মুরাদ।
চেয়ারম্যান- মোস্তফা কামাল মাহ্দী, ভাইস-চেয়ারম্যান : এ. এস. এম সাখাওয়াত হুসাইন, খন্দকার মাওলানা শহিদুল ইসলাম, মো: হানিফ সিকদার, অধ্যক্ষ আশফাকুর রহমান খান (বিপু), এ্যাড. মো: জাফর উল্লাহ খান, জি.এম জাফর আহমেদ, সৈয়দ অহিদুজ্জামান অহিদ, এ্যাড. ডা: এস.এম আবু তালেব, মনিরুজ্জামান মনির, মোস্তফা হায়দার, আবু সাইদ পলাশ, আশরাফুল আলম। মহাসচিব- কবি আবিদ আজম, সি: যুগ্ম মগাসচিব- কবি আহমদ সাইফ, যুগ্ম মহাসচিব : নাইস নূর, মাও: সায়ীদ উসমান, আসাদুজ্জামান খোকন, ডা: আসমা মাহমুদা, বি.এম জাকির হোসেন, আল কাওসার অন্তর।
সাংগঠনিক সম্পাদক- মুহা. ইয়াছিন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক : আবু রায়হান মিকাঈল (ঢাকা), মো: নূরুল আলম (চট্টগ্রাম), আবদুর রাজ্জাক রানা (খুলনা), আব্দুল মজিদ (রংপুর), অর্থ সম্পাদক- এইচ.এম রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক- সাহাব উদ্দীন শিহাব, সহ-প্রচার সম্পাদক- মো: আব্দুল্লাহ, প্রকাশনা সম্পাদক মো: সুজন হাসান, সহ-প্রচার সম্পাদক- আ: মতিন ও শাহিন মিয়া। মহিলা বিষয়ক সম্পাদিকা- মোসা: ¯িœগ্ধা, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন আক্তার (অনন্যা), সহ-যোগাযোগ সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মাও: নজরুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক আবু ইউসুফ রানা, নির্বাহী সদস্য মো: আবু তাহের আকিকুর রেজা মুকুল।
আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ সাংস্কৃতি ফোরাম (বাসাফো) এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বাংলাদেশ সাংস্কৃতি ফোরামের সদস্য হতে বা বিস্তারিত জানতে চেয়ারম্যান বরাবর যোগাযোগ করুন- ০১৮১৯-০৩০৪৬৯
মন্তব্য চালু নেই