বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি হবে না : মমতা
মোদীর আসন্ন বাংলাদেশ সফরে যে তিস্তা চুক্তি হচ্ছে না, সে কথা সাফ জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে নবান্ন থেকে কালিঘাটের হরিশ চ্যাটার্জির বাড়িতে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমনই আভাস দিলেন। যদিও শুক্রবার দুপুরে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও স্পষ্ট করে বলেছেন, ‘বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি হবে না। আমি ৫ তারিখে যাবো। স্থলসীমান্ত চুক্তি হলেই ৬ তারিখে চলে আসবো।’
জানা গেছে, নিজের রাজ্যের কৃষকদের কথা ভেবেই চুক্তির প্রশ্নে পশ্চিমবঙ্গের ক্ষতি করে কোন প্রকার সমঝোতায় আসতেই চাইছেন না মমতা।
অবশ্য মমতার ঘনিষ্ঠ মহল বলছেন, তিস্তা জট ছাড়াতে আলোচনার মাধ্যমে কূটনৈতিক পথ নির্দেশিকা খুঁজে বের করার ব্যাপারে কোনও আপত্তি নেই। তবে চুক্তিটা এমনভাবে হোক, যাতে পশ্চিমবঙ্গের কোনও সমস্যা না হয়।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শুক্রবার ফোন করে মমতাকে আশ্বাস দিয়েছেন, পশ্চিমবঙ্গের স্বার্থকে আঘাত করে বাংলাদেশের সঙ্গে কোনও চুক্তি দিল্লি করবে না।
মন্তব্য চালু নেই