বাংলাদেশ থেকে ভারতে ঢোকা ট্রাকে ১০ কেজি কোকেন

ভারতের পশ্চিমবঙ্গে একটি ট্রাক থেকে ১০ কেজি কোকেন আটক করা হয়েছে। ট্রাকটি বাংলাদেশ থেকে ঢুকেছিল বলে বিএসএফ জানিয়েছে।

ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা জানিয়েছেন, আটক কোকোনের বাজার মূল্য ৬৫০ লাখ ডলার।

বাংলাদেশের বেনাপোল সীমান্তের অন্য প্রান্তে পেট্রাপোল বন্দর বুধবার রাতে ট্রাকটি আটক করা হয়। পরে পরীক্ষা করে এর পণ্যের মধ্যে কোকেনের উপস্থিতি নিশ্চিত হন কর্মকর্তারা।

বিএসএফ কর্মকর্তা এস পি তিওয়ারি বলেন, “নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে খবর আসে যে, পেট্রাপোল দিয়ে মাদকের চালান আসছে। এজন্য আমরা বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিলাম।

“একটি ট্রাকে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে পাউডার জাতীয় সন্দেহজনক পণ্য পাওয়া যায়। তখন জওয়ানরা এটি জব্দ করে এবং এর চালককে আটক করে।”

আটকের পর ওই পাউডার এনসিবি কর্মকর্তাদের কাছে তুলে দেয় বিএসএফ। এনসিবি পরীক্ষার পর নিশ্চিত হয়, এই পাউডার কোকেন।

ট্রাকটি চালাচ্ছিলেন সুমন শৈল নামে পশ্চিমবঙ্গের ২৫ পরগণা জেলার একজন। তাকে এখন এই চালানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনসিবি কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ থেকে সড়ক পথে গাড়িতে পাচার করা কোকেন আটকের ঘটনা এটাই সম্ভবত প্রথম।

এর আগে পশ্চিমবঙ্গে কোকেনের চালান ধরা পড়লেও তা এসেছিল উত্তর-পশ্চিমের রাজ্যগুলো থেকে। ওই কোকেন মিয়ানমার থেকে এসেছিল বলে মনে করা হয়।

বাংলাদেশে সম্প্রতি চট্টগ্রাম বন্দরে তরল কোকেনের একটি চালান ধরা পড়ে। লাতিন আমেরিকা থেকে আসা ওই কোকেনের গন্তব্য ভারত ছিল বলে তদন্তে উঠে এসেছে।



মন্তব্য চালু নেই