বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে তামিম ইকবালের ১৩২ ও মুশফিকুর রহিমের ১০৬ রানের ওপর ভর করে ৩২৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়েই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে টাইগাররা।

এর আগে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৩২৬। যা ২০১৪ সালের এশিয়া কাপে এই পাকিস্তানের বিপক্ষেই করেছিল টাইগাররা। শুক্রবার সেই পাকিস্তানের বিপক্ষেই ৩২৯ রান করে আগের রেকর্ড ভেঙে দেয় তারা।

বাংলাদেশের সর্বোচ্চ দশ দলীয় সংগ্রহ :
স্কোর               ওভার           প্রতিপক্ষ          ভেন্যু            সাল
৩২৯/৬              ৫০            পাকিস্তান         ঢাকা            ২০১৫
৩২৬/৩              ৫০            পাকিস্তান         ঢাকা            ২০১৪
৩২২/৪              ৪৮.১         স্কটল্যান্ড         নেলসন          ২০১৫
৩২০/৮              ৫০            জিম্বাবুয়ে         বুলাওয়ে         ২০০৯
৩১৩/৬              ৪৭.৫         জিম্বাবুয়ে         বুলাওয়ে         ২০০৯
৩০৯/৬              ৪৯.২         নিউজিল্যান্ড      ফতুল্লা            ২০১৩
৩০১/৭              ৫০            কেনিয়া           বগুড়া             ২০০৬
৩০০/৮              ৫০            ইউএই           লাহোর            ২০০৮
২৯৭/৬              ৫০            জিম্বাবুয়ে         ঢাকা              ২০১৪
২৯৬/৬              ৫০            ভারত             ঢাকা             ২০১০।



মন্তব্য চালু নেই