বাংলাদেশি হাজীদের চিকিৎসায় সৌদিতে ২৫ হাসপাতাল

এবার বাংলাদেশি হজযাত্রীদের স্বস্থ্যসেবা নিশ্চিত করতে সৌদি আরবের মক্কা ও মদিনায় ২৫টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এগুলোতে মোট পাঁচ হাজার শয্যা রয়েছে।

গতকাল হজ পরিচালনা কমিটির এক সভায় সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল ফালিহ এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, হাজীদের সব ধরনের স্বস্থ্যসেবা দিতে প্রস্তুত রয়েছে তার মন্ত্রণালয়। এ সময় তিনি হজ পালনে আসা হাজীদের ভ্যাকসিনসহ যাবতীয় ওষুধ সরবরাহের ব্যাপারে খোঁজ খবর নেন।

হাজীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে জেদ্দা কিং আবদুল আজিজ বিমানবন্দরে অভিজ্ঞ মেডিক্যাল টিমসহ আধুনিক স্বাস্থ্যসরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন হজ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিষয়ক প্রধান আবদুল গনি আল মাল্কি।

গত বছরের মতো এবারও বিভিন্ন দেশ থেকে আগত হাজীদের ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

তাছাড়া হাজীদের স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির অংশ হিসেব বিভিন্ন ভাষার সচেতনামূলক লিফলেট ও কার্যক্রম গ্রহণ করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

হজের সময় যতই ঘনিয়ে আসছে, ততই পবিত্র মক্কা ও মদীনায় চিত্রও পাল্টে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিগণ যেন নিবিঘ্নে পবিত্র হজ পালন করতে পারে, সে জন্য দেশটির সরকার কোনো কিছুতে ত্রুটি রাখছে না।



মন্তব্য চালু নেই