বাংলাদেশি হাজিদের তথ্য জানতে হটলাইন
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে হতাহতের ঘটনায় তথ্য জানাতে হটলাইন খুলেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।
খবর জানার জন্য হটলাইন +966537375859 এবং +966509360082। হাজিদের পরিবার-পরিজনের কারও তথ্য জানার থাকলে উপরের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক পেইজে জানিয়েছেন, সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের একজন অফিসার বর্তমানে মিনা হসপিটালে রয়েছেন। সেই হাসপাতালে মৃতদেহগুলো নিয়ে আসা হচ্ছে। তবে কর্তৃপক্ষ এখনও কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ রিলিজ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশিদের কেউ যদি হতাহত হয়ে থাকে তাদের পরিবারকে জানিয়ে দেয়া হবে।
মন্তব্য চালু নেই