বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে ১৯৬ দেশে

১৯৬টি দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে বলে সংসকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, রপ্তানি বাণিজ্যে গুণগত পরিবর্তন আনা ও বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে সময়োপযোগী রপ্তানি নীতি ১০১৫-১৮ ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেলে জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, দেশের মোট রপ্তানির প্রায় ৮২ শতাংশ আয় হয় তৈরি পোশাকখাত থেকে। চলতি অর্থবছরে এ খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৩৭১ মিলিয়ন মার্কিন ডলার।

সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের অপর এক লিখিত প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ জানান, বিদেশে ক্ষুদ্র পণ্য রপ্তানির বিষয়ে সশস্ত্র বাহিনী বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। বিষয়টি পরীক্ষাধীন রয়েছে।



মন্তব্য চালু নেই