বাংলাদেশকে সন্ত্রাসীদের আখড়া হতে দেওয়া হবে না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে কোনোভাবেই সন্ত্রাসীদের আখড়া হতে দেওয়া হবে না।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবনে ঢাকা সফররত সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল আইশের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সাক্ষাতে প্রধানমন্ত্রী ও সৌদির সহকারী প্রতিরক্ষামন্ত্রী দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা দুই দেশের সামরিক-বেসামরিক সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে একমত হন।
প্রধানমন্ত্রী বাংলাদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে সৌদি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের জন্য সফররত মন্ত্রীর মাধ্যমে সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন।
ওই সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রেস সচিব ইহসানুল করিমসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই