ইস্যু না পেয়ে রামপালের বিরোধিতায় খালেদা : হানিফ

রামপাল ইস্যু নিয়েও বিএনপি মৃত রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বুধবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় দলের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনে হানিফ বলেন, ‘খালেদা জিয়া রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাদের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোনো ইস্যু না পেয়ে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছেন।’

‘বাম সংগঠনের রামপাল ইস্যু; তাদের সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকা যায় কি না দেখছেন। এই অযৌক্তিক ইস্যু নিয়ে টিকে থাকার কোনো সুযোগ নেই।’

রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে যুক্তি তুলে ধরে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘রামপালে যে বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে সেটা দেশের বিদ্যুৎ চাহিদা মিটানোর জন্যই। আর এই বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে সরকার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। পাশাপশি বিজ্ঞানসম্মত ভাবে সকল পরীক্ষা-নিরীক্ষা করেই করা হচ্ছে। এই বিদ্যুৎকেন্দ্রের কারণে পরিবেশ বিনষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।’

এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে পরিবেশ বাঁচাতে রামপালে বিদ্যুৎ কেন্দ্র করার বিরোধিতা করেছেন। আসলে এই কথাটি ওনার মুখে মানায় না। কারণ ২০১৩, ১৪, ১৫ সালে তার দলের নেতাকর্মীরা এমনই ভয়াবহ কর্মকাণ্ড করেছেন যে, গাছ পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায়নি। তাহলে তিনি কীভাবে পরিবেশ নিয়ে কথা বলেন।’

‘এই পরিবেশ বিনাশী নেত্রী খালেদা জিয়া অবশেষে আন্দোলন করার কিছু না পেয়ে বামদের সঙ্গে সুর মিলিয়ে রামপাল নিয়ে কথা বলছেন। কিছু একটা নিয়ে আন্দোলনে থাকার তার এই চেষ্টা সফল হবে না।’



মন্তব্য চালু নেই