বহুত্ববাদী সমাজে সহিংসতা রাতারাতি শেষ হবে না
মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, ‘সমাজে বিরোধ নিস্পত্তির জন্য নির্বাচন উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। এতে হয়তো আরো সময় লাগবে। তবে ধৈর্যের সঙ্গে কাজটা করতে হবে। কাজটা করতে পারস্পরিক আস্থা এবং সম্মান অর্জন করতে হবে।’
শনিবার দুপুরে ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে পিস অ্যাম্বাসেডর ন্যাশনাল কনভেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের।
বার্নিকাট বলেন, ‘বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় একে অপরের সহনশীলতা অর্জন করতে হবে। একটি বহুত্ববাদী সমাজে সহিংসতা রাতারাতি শেষ হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যত নিয়ে কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। এ সম্পর্ক আরো জোরদার হবে। যুক্তরাষ্ট্র এ দেশে সমাজে বিদ্যমান বিরোধপূর্ণ সমস্যা সমাধান খুজে ইউএসআইডি এর মাধ্যমে কাজ করে যাবে।
অনুষ্ঠানে জিএম কাদের বলেন, ‘বিরোধপূর্ণ সমস্যা সমাধানে একটি শান্তিপূর্ণ আলোচনা দরকার। আর শান্তিপূর্ণ আলোচনায় গণতান্ত্রিক সরকার প্রয়োজন। এখন যে সরকার ক্ষমতায় তা ওই ধরনের গণতান্ত্রিক নয়।’
সভাপতির বক্তব্যে বদিউল আলম মজুমদার বলেন, ‘বহুত্ববাদী সমাজে বিরোধ থাকবে। কিন্তু সেটা শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পারিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’
মন্তব্য চালু নেই