বহিস্কার হলেন সৈয়দপুর যুবলীগের সেই বিতর্কিত যুগ্ম আহ্বায়ক

যুবলীগ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দিলনেওয়াজ খান কে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়েছে ।
তার বহিস্কার হবার খবরটি বৃহস্পতিবার রাতে (২৮ মে) দলীয় নেতা-কর্মীদের মাঝে চাউর হয়ে যায় । মুহূর্তেই তা নীলফামারী সহ সৈয়দপুরের সর্বত্র ছড়িয়ে পড়ে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এতে স্বাধীনতার পক্ষের একটি অংশ আনন্দিত হয়ে শহরে মিষ্টি বিতরণ করেছে ।

সূত্র মতে, অবাঙালি/বিহারী যুবলীগ নেতা দিলনেওয়াজ খানের বাবা পার্বতীপুর অঞ্চলে মুক্তিযুদ্ধ কালীন সময়ে রাজাকার নেতা ছিলেন । রাজাকার পুত্র হওয়া সত্ত্বেও সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবলীগ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ঠাঁই পাওয়ায় দলের নেতা-কর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ।

এছাড়াও তিনি অতি সম্প্রতি কালে প্রকাশ্যে সৈয়দপুর বার্তা’র সম্পাদক, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু বিন আজাদ রতন সাংবাদিককে মারপিট করেন ।

এদিকে তার বিরুদ্ধে এক মাড়োয়াড়ি হিন্দু পরিবারের বাড়ি দখলের চেষ্টা, জায়গা দখলসহ দলীয় নানা শৃংখলা ভঙ্গের অভিযোগ ওঠে এবং প্রমাণিত হয় ।
মূল কমিটিতে ঠাঁই না পাওয়া প্রায় ৩০০০ যুবলীগ নেতা-কর্মী তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগের হুমকিও দেয় ।

সবশেষে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় কমিটি কর্তৃক দিলনেওয়াজ খান বহিস্কারের বিষয়টি দলের নেতা-কর্মীরা নিশ্চিত করেছেন

প্রসঙ্গত, দিলনেওয়াজ খান সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ।



মন্তব্য চালু নেই