সাতক্ষীরার কলারোয়ায় শেখ আমানুল্লাহ স্যারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে

বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণের মাধ্যমে স্মরণ সভা ও দোয়া মাহফিল

সবার প্রিয় শিক্ষক, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আমানুল্লাহ স্যারের ১ম মৃত্যু বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বিকেলে কলারোয়া পাবলিক ইন্সটিটিউট চত্বরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় শেখ আমানুল্লাহ স্যারের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন বক্তরা। ‘না ফেরার দেশে’ চলে গেলেও স্মৃতির মানসপটে উপস্থিত সকলের মাঝে যেন জীবন্ত ফুটে ওঠেন আমানুল্লাহ স্যার। পাবলিক ইন্সটিটিউটের সভাপতি অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব এসএম আব্দুল জলিল। আমানুল্লাহ স্যারকে সম্মান জানাতে তাঁর স্মৃতিচারণ করতে অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সহ.সভাপতি নজরুল ইসলাম খাঁন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, অধ্যাপক শেখ সায়েদুল ইসলাম, অধ্যাপক এমএ ফারুক, সাতক্ষীরা জেলা বাকশিষের সা.সম্পাদক অধ্যাপক মোবাশ্বেরুল হক জ্যোতি, প্রাক্তন অধ্যক্ষ রইছউদ্দীন, অধ্যক্ষ ইউনুছ আলী, মুক্তিযোদ্ধা আ.রউফ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, শেখ আমানুল্লাহর ছোট ছেলে শেখ গোলাম তকি, প্রধান শিক্ষক আব্দুর রব, বাজার ব্যবসায়ী সমিতির সা.সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দীকি, শহীদুল ইসলাম, ফারুক হোসেন, এড.আলী আহম্মেদ, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, আজহারুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সা.সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, নির্বাহী সদস্য শিক্ষক দীপক শেঠ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবলিক ইন্সটিটিউটের সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা। এর আগে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংগঠকরা উপজেলার ঝাপাঘাটে শেখ আমানুল্লাহ স্যারের কবর জিয়ারত করেন ও পুষ্পমাল্য অর্পণ করেন। এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে শেখ আমানুল্লাহর দীর্ঘদিনের কর্মস্থল কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলে স্যারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়াপূর্ব আলোচনায় প্রধান শিক্ষক আ.রবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেখ সায়েদুল ইসলাম বাবু, শিক্ষক এসএম গোলাম রব্বানী, আক্তারুজ্জামান, আনিছুর রহমান, প্রেসক্লাব সা.সম্পাদক রাশেদুল হাসান কামরুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার শেখ তামিম আজাদ মেরিন। দোয়া পরিচালনা করেন মাওলানা আকবর আলী। উল্লেখ্য, ২০১৩ সালের ৩১আগস্টের এ দিনে ঢাকায় চিকিৎসাধীন থাকাবস্থায় বার্ধক্যজনিত কারণে সবাইকে কাদিয়ে ইন্তেকাল করেন সবার প্রিয় স্যার শেখ আমানুল্লাহ।



মন্তব্য চালু নেই