তৃতীয় বর্ষে পদার্পন
বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি উদযাপন
“এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলব না….” গানের এই একটি লাইনই বলে দেয় মহান মুক্তিযুদ্ধে বাঙালীর গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা। মুক্তিকামী মানুষের জন্য যারা জীবনকে উৎস্বর্গ করেছে সেই সব বীর শহীদদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা।
বাংলা ভাষায় প্রচারিত সর্বপ্রথম আধুনিক রেসপনসিভ ডিজাইনের সংবাদ মাধ্যম আওয়ার নিউজ বিডি ডটকম (www.ournewsbd.com) আজ ৩য় বর্ষে পদার্পন করলো।
“প্রযুক্তি ও তারুণ্যের সংবাদ মাধ্যম” এই শ্লোগানকে সামনে রেখে গত বছর ঠিক এই দিনেই জন্ম নেয় ছোট্ট একটি নিউজ পোর্টাল।
হাটিহাটি পা পা করে সেই ছোট্ট নিউজ পোর্টালটি ২ বছর না পেরুতেই লাখো পাঠকের হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছে।
অবশ্য এই কৃতত্বের বড় একটি দাবীদার পাঠকমহল। আমরা সব সময় চেষ্টা করেছি পাঠক হৃদয়ের চাহিদা পূরণের।
৯মাস যুদ্ধ করে লাল তাজা রক্তের বিনিময়ে বাঙালী অর্জন করেছে গৌরবোজ্জ্বল স্বাধীনতা। আমরা পেয়েছি স্বাধীন মাতৃভূমি। ২৬ মার্চ বাঙালীর গৌরবোজ্জ্বলের সেই দিন। গৌরবমাখা এই দিনের নতুন এক প্রতিধ্বনি আওয়ার নিউজ বিডি ডটকম।
“প্রযুক্তি ও তারুণ্যের সংবাদ মাধ্যম” এই শ্লোগানকে সামনে রেখে দেশ ও দেশের বাহিরে নানা আয়োজনে ২৬ মার্চ পালিত হয়েছে আওয়ার নিউজ বিডি’র ২য় বর্ষপূর্তি।
সাতক্ষীরা, ভোলা, বরিশাল, নোয়াখালী, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর, রাজশাহী, পাবনা, নওগাঁ, কুমিল্লা, ঠাকুরগাও, ফরিদপুর, নীলফামারী, মৌলভীবাজার সহ বেশি কিছু জেলা-উপজেলা শহরে দিবসটি উৎযাপন হয়।
এছাড়া সিঙ্গাপুর, ফ্রান্স, কলকাতাসহ কয়েক দেশেও আওয়ার নিউজ বিডি’র বর্ষপূর্তি উৎযাপন হয়েছে।
মন্তব্য চালু নেই