বন্যা দুর্গত এলাকায় গো-খাদ্যের তীব্র সংকট

নওগাঁর আত্রাইয়ে বন্যা দুর্গত এলাকার মানুষের খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সঙ্কটের পাশাপাশি গো-খাদ্যের তীব্র সংকট দেখা দেয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন মালিকেরা। তথ্যঅনুসন্ধানে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণের ফলে উপজেলার ছোট যমুনা নদীর তীরবর্তী ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ, উপজেলার মিরাপুর নামক স্থানে নওগাঁ-আত্রাই আঞ্চালিক সড়কের বাঁধ, ভরতেঁতুলিয়া বেড়িবাঁধ ও হাটকালুপাড়া বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙ্গে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের ৬৫টি গ্রামের প্রায় দেড় লাখ মানুষ গবাদি পশু-পাখি পানি বন্দি হয়ে পড়ে। গো-চারণ ভ’মি গুলো তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের উৎস বিনিষ্ট হয়ে যায়। এছাড়া বসত-বাড়িতে থাকা গো-খাদ্য খড়ের স্তুপ গুলো বিনিষ্ট হয়ে গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। অনেকে বিভিন্ন এলাকা থেকে নৌকা যোগে বেশি দামে কিনে নিয়ে গবাদি পশু গুলোকে বাঁচানোর চেষ্টা করছে। অনেকে অর্থাভাবে তা কিনতে না পেরে অল্প দামে তাদের প্রধান অবলম্বন গবাদি পশু বিক্রি করতে বাধ্য হচ্ছে। উপজেলার ঝনঝনিয়া গ্রামের গেন্দা জানান, গো-খাদ্য যোগান দেওয়া সম্ভব না হওয়ায় তাদের তাদের গবাদি পশু গুলো দিন দিন খাদ্যাভাবে হাড্ডিসার হচ্ছে। অনেক গবাদি পশু পেটের পীড়াসহ বিভিন্ন রোগে ভুগছে।



মন্তব্য চালু নেই