বন্যায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ চন্দনপুর ও রামভদ্রপুর

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ বন্যায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর ও রামভদ্রপুর গ্রাম। গতকাল বিকালে এলাকা পরিদর্শন করে দেখা গেছে ওই এলাকার সাধারণ মানুষেরা রয়েছে অসহায়। রাস্তা ঘাট পানিতে তলিয়ে রয়েছে। রাস্তা খুজে পাওয়া যাচ্ছে না। নেই একটি পানি খাওয়া টিউওয়েল, শত শত মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। দেখার কেহ নেই। সাংবাদিকরা এলাকায় গিয়ে ছুটে আসে- ইকবাল, মুকাদ্দেস, কালাম, ছালাম, ইসহাক, সাজেদা খাতুন, ডাবলু, মিন্টু, রানা, ইদ্রিস আলী, আকছেদ আলী, নুর হোসেন, ফজলু, আতেল বিবি, কামরুল ইসলাম, সজীব, আজগার আলী, মাজেদ আলী, তুহিন, কালাম, রিয়াজুল, মুকতার, ফরজ, হাসান, হোসেন আলী, রিয়াজুল, কুদ্দুস, দরজ, শাহাবুদ্দিন, সিরাজুল, মফিজুল, নজরুল, শুকুর আলী, গোপাল, মমতাজ, বিল্লাল, শুকচান, আসমত আলী, আঃ রহমান, হামিদ, সিরাজুল ইসলাম নামের এই সকল অসহায় মানুষ। এখনও পর্যন্ত এই এলাকায় কেহ ত্রান সামগ্রী নিয়ে এগিয়ে আসেনি।



মন্তব্য চালু নেই