‘বন্দুকযুদ্ধে’ বনডাকাত জামাল নিহত

সুন্দরবনের বাগেরহাট জেলার শরণখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনডাকাত বাহিনীপ্রধান জামাল নিহত হয়েছেন।

সোমবার ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জামালের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৮এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জামাল বাহিনীর প্রধান ডাকাত জামাল শরণখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় সহযোগীদের নিয়ে অবস্থান করছে। র‌্যাবের কয়েকজন সদস্য তাদের ধরতে অভিযান চালায়। তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে বাহিনী জামাল বাহিনীর প্রধান জামাল ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। সেখান থেকে একটি পিস্তল, চারটি কাটা রাইফেল, সাতটি দেশি- বিদেশি বন্দুক, ১০০ রাউন্ড গুলি, দুটি ইয়ারগান ও ৮টি ধারালো অস্ত্র উদ্ধার করে র‌্যাব।



মন্তব্য চালু নেই