বদির দুর্নীতি মামলা চলতে বাধা নেই

দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে কক্সবাজারের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে মামলাটি বিচারিক আদালতে চলতে আর কোনো বাধা রইল না।

আজ বৃহস্পতিবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২০১৪ সালের ২১ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক। গত ৭ মে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় অভিযোগে বলা হয়েছে, আব্দুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কমমূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখিয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই