বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ভার্দাহ’

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি কিছুটা উত্তরে সরে ঘূণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে ‘ভার্দাহ’।
বৃহস্পতিবার সকাল ১০টায় আবাহওয়া অধিদফরের বিশেষ বুলেটিনে গভীর নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দর থেকে যথাক্রমে ১২৩০ কিলোমিটার, ১১৫০ কিলোমিটার, ২৫৫ কিলোমিটার ও ১২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।
ঘূর্ণিঝড়টি আরো ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্বে অগ্রসর হতে পারে।
ঘূর্ণঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ৬২ কিলোমিটার; যা ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

































মন্তব্য চালু নেই