বঙ্গবন্ধুর আদর্শের পরিপূর্ণ সৈনিক ছিলেন জিল্লুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অতি সজ্জন, ভদ্র ,বিনয়ী মানুষ ছিলেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন পরিপূর্ণ সৈনিক ছিলেন।’
শুক্রবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘১/১১ এর সেই কঠিন সময়ে জিল্লুর রহমান আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন। তিনি বলেছেন, আমাদের নেত্রী শেখ হাসিনা ছাড়া আমরা নির্বাচনে যাবো না।’
আরেফিন সিদ্দিক আরো বলেন, ‘আইভি রহমানকে গ্রেনেড হামলায় হত্যার পর জিল্লুর রহমান শেষ বয়সে এসে দুর্বিসহ জীবন কাটিয়েছেন। আজকে এই কঠিন সময়ে জিল্লুর রহমানের আদর্শ ও প্রজ্ঞা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. আবদুল মান্নান চৌধুরী বলেন, ‘জিল্লুর রহমানের মতো সহকর্মীদের কারণেই বঙ্গবন্ধু আমাদের গোলামের জিঞ্জির থেকে মুক্তি দিতে সক্ষম হয়েছেন।’
অন্যান্য বক্তারা বলেন, বর্তমানের আদর্শহীন রাজনীতি থেকে আমাদের সরে আসতে হলে জিল্লুর রহমানের মতো নেতাদের অনুসরণ করতে হবে। জিল্লুর রহমান আমাদের মডেল। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আদর্শকে ধারণ করে ছিলেন। বাংলাদেশর রাজনীতিকে যখনই কালো মেঘের ছাড়া আচ্ছন্ন করেছিল তখনই হাল ধরে রাখতেন জিল্লুর রহমান।



মন্তব্য চালু নেই