বগুড়ার সারিয়াকান্দিতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে নববর্ষ উদযাপন

বগুড়ার সারিয়াকান্দিতে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে। গত সোমবার সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্তরে উপজেলা অফিসার্স কাবের আয়োজনে সকাল ৮টায় পান্তা ভাত খাওয়ার মধ্য দিয়ে কর্মসূচী শুরু করা হয়। পরে র‌্যালি শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনি সাবিয়া সিদ্দীকি ও তার দল সংগীত পরিবেশন করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান, উপজেলা কৃষি অফিসার সালাহউদ্দিন সরদার, উপজেলা প্রকৌশলী শাহ মোঃ শহিদুল হক, উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রশিদ, সারিয়াকান্দি হাসপাতালের আরএমও ডাঃ লতিফুল বারী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অখিল চন্দ্র । এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন বৈশাখী উৎসব পালন করে।



মন্তব্য চালু নেই