বইমেলায় ‘মোস্তাফিজ-মিরাজ বিস্ময়কর দুই ক্রিকেটার’

সময়টা ছিল ২৪ এপ্রিল, ২০১৫। পেস আক্রমণে বৈচিত্র আনতে সেদিন পাকিস্তানের বিপক্ষে মাশরাফি-তাসকিনের সঙ্গী সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলের ছেলে মোস্তাফিজুর রহমান। শুরুতেই এসে প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরিয়ে দেন। নজরে আসেন বিশ্ব ক্রিকেটের। এরপর আর পিছনে তাকাতে হয়নি। ভাগ্য বিধাতা যেন সফলতার চাবিকাঠি নিয়ে হাজির হয়েছে তার কাছে।

অন্যদিকে গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ শিবিরের আরেক আবিষ্কার মেহেদী হাসান মিরাজ। নিজের স্পিন জাদুতে দুই ম্যাচে প্রতিপক্ষের ১৯টি উইকেট একাই নিয়েছেন তিনি। বাংলাদেশও জিতেছে একটি ম্যাচ। অন্য ম্যাচ হেরেছে কুলে এসে তরী ডুবিয়ে।

ক্রিকেটের বিস্ময়কর এ দুই বালককে নিয়ে তরুণ লেখক ও সাংবাদিক শামসুজ্জামান শামস লিখেছেন ‘মোস্তাফিজ-মিরাজ বিস্ময়কর দুই ক্রিকেটার’নামের একটি বই। বইটিতে উঠে এসেছে তাদের বেড়ে উঠা, ক্রিকেটের সঙ্গে সখ্যতা এবং সাফল্য।

সোহরাওয়ার্দী উদ্যানের ২৬৯ নম্বর স্টলে মিলছে বইটি। দাম ১৭৫ টাকা। শোভা প্রকাশনী বইটি প্রকাশ করেছে। বইটি এসেছে তিনদিন আগে। কাটতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন প্রকাশনাটির বিক্রয়কর্মীরা।



মন্তব্য চালু নেই