বইমেলার প্রেমে তারাও

লেখক, প্রকাশক ও সর্বস্তরের ক্রেতা, দর্শনার্থীদের মিলনমেলার নাম অমর একুশের বইমেলা। প্রাণের মেলার অপেক্ষায় থাকেন লেখক, পাঠক, প্রকাশক, বইপ্রেমীরা। বইমেলার জন্য প্রেম শুধু এখন তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিশু-কিশোররাও প্রেমে পড়েছে এ মেলার।

মিরপুরের ড্রিম প্রিপাইটরি স্কুল থেকে বন্ধুদের সঙ্গে বইমেলায় এসেছে একদল শিশু-কিশোর। দলে থাকা আতিক, ইয়াসিন, নাইম, রিয়াজ, ওমর, রকিদের সঙ্গে আলাপকালে তারা জানায়, তারা ৭ম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্কুল শেষ করে বই মেলায় ঘুরতে এসেছি। বইও কিনেছি।

স্কুল শেষে মিরপুর থেকে বই মেলায় আসার বিষয়ে নাইম বলেন, বই মেলায় আসলে অনেক বই দেখা যায়, তাই বন্ধুরা মিলে মেলায় এসেছি। দুইটি গোয়েন্দা কাহিনীর বই কিনেছি। আর বন্ধুরা সাইন্স ফিকশন বই কিনেছে।

বই মেলায় আসা আরেক শিশু শিক্ষার্থী রকি জানায়, মিরপুর থেকে বই মেলায় এর আগে আরও দুইদিন এসেছি। বই মেলায় ঘুরতে ভালোলাগে, পাশাপাশি স্টলে গিয়ে শিশু কিশোরদের বই দেখতেও ভালোলাগে।

অমর একুশে বইমেলা এখন আর শুধু লেখক-পাঠকের মধ্যেই সীমাবদ্ধ নেই বইমেলা হয়ে উঠেছে বাঙালীআনার মিলনমেলা। পাশাপাশি বইমেলার প্রেমে পড়েছে শিশু কিশোরাও।



মন্তব্য চালু নেই