ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, হায়দার মিঝি রিমান্ডে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে হায়দার আলী মিজি নামে এক ব্যাক্তির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত।
বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান এ রিমান্ড মঞ্জুর করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনারুল ইসলাম ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি এলাকা থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হয়দারকে আটক করে পুলিশ।
ওই সময় তার কাছ থেকে ‘এবারের সংগ্রাম, ইসলাম ধ্বংস করার সংগ্রাম, এবারের সংগ্রাম, বাংলার মানুষকে হত্যা করার সংগ্রাম’ ‘রক্ত যখন খেয়েছি আরও খাব, এ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বসহ বিভিন্ন শিরোনামে ব্যাঙ্গচিত্র পাওয়া যায়। ওই ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত গোলদার বাদী হয়ে মঙ্গলবার রাতেই মামলা দায়ের করেন।
বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান এ রিমান্ড মঞ্জুর করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনারুল ইসলাম ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি এলাকা থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হয়দারকে আটক করে পুলিশ।
ওই সময় তার কাছ থেকে ‘এবারের সংগ্রাম, ইসলাম ধ্বংস করার সংগ্রাম, এবারের সংগ্রাম, বাংলার মানুষকে হত্যা করার সংগ্রাম’ ‘রক্ত যখন খেয়েছি আরও খাব, এ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বসহ বিভিন্ন শিরোনামে ব্যাঙ্গচিত্র পাওয়া যায়। ওই ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত গোলদার বাদী হয়ে মঙ্গলবার রাতেই মামলা দায়ের করেন।
মন্তব্য চালু নেই