ফেসবুকে দেখা যাবে টাইগারদের ম্যাচ, যে পেইজের গিয়ে দেখবেন

সিডনি সিক্সার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি।

কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে না।

তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হলো ম্যাচের কিছু অংশ তারা সরাসরি দেখতে পারবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পুরো ম্যাচ না দেখতে পারলেও দেখতে পারবে দশ ওভার। সিডনি সিক্সার্সের ফেসবুক পাতায় সরাসরি দেখানো হবে। বুধবার নিজেদের সত্যায়িত ফেসবুক পাতায় একটি পোস্ট দিয়ে এমনটা জানায় বিগ ব্যাশ দল সিডনি সিক্সার্স। পোস্টে তারা লিখে, “আজ রাতে আমরা আমাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবো বিসিবি একাদশের। ম্যাচ চলাকালীন সময়ে ফেসবুকে সরাসরি আসবো আমরা।”

সিডনি সিক্সার্স জানায় প্রতি ইনিংসের পাঁচ ওভার করে মোট দশ ওভার তাদের ফেসবুক পাতায় সরাসরি দেখানো হবে। তবে কমেন্টে অনেকেই পুরো ম্যাচটি সম্প্রচারের অনুরোধ জানায়। পাশাপাশি তাদের ইন্সটাগ্রাম ও স্ন্যাপচ্যাটেও সরাসরি দেখা যাবে। বাংলাদেশ সময় দুপুর ১ টায় ও স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।



মন্তব্য চালু নেই