ফেসবুকে ‘আইএস কুয়াকাটা’
‘আইএস কুয়াকাটা’ নামের একটি ফেসবুক আইডি নিয়ে পটুয়াখালী ও কুয়াকাটায় তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে জঙ্গি হামলার ঘটনায় কমান্ডো অভিযানে নিহত এক জঙ্গির ছবি ব্যবহার করে আইডিটি চালানো হচ্ছে।
চলতি বছরের ২৩ জুন এই আইডি চালু করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। অন্যান্য তথ্য থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পটুয়াখালী জেলার মহিপুর থানার মহিপুর কো-অপরেটিভ হাইস্কুলের নাম উল্লেখ রয়েছে। এ আইডির বন্ধুদের তালিকায় বেশির ভাগই মুসল্লি এবং ইসলামী বক্তা জাকির নায়েকের ছবি ব্যবহার করা হয়েছে। কিছু ছবি রয়েছে কাল্পনিক। কিছু কিছু আইডির প্রোফাইলে বই ও লিফলেট ব্যবহার করা হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক আ: রাজ্জাক খান বলেন, ‘আমরা বিষয়টি দেখে উদ্বিগ্ন। এটি সম্পর্কে প্রশাসন দ্রুত খোঁজ খবর নেবে- এই দাবি জানাচ্ছি।’
কুয়াকাটা পৌর মেয়র বারেক মোল্লা উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা সতর্ক রয়েছি তবে কুয়াকাটায় কোন জঙ্গিগোষ্ঠী রয়েছে কী না এটি এখনই প্রশাসনের আইটি বিশেষজ্ঞদের খতিয়ে দেখা দরকার।’
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মীর ফসিউর রহমান বুধবার দুপুরে বাংলায় লেখা ‘আইএস কুয়াকাটা’ নামে একটি ফেসবুক আইডি চালু থাকার কথা স্বীকার করেন। তিনি বিষয়টি নিয়ে করণীয় সম্পর্কে উচ্চ মহলের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
পটুয়াখালী পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
মন্তব্য চালু নেই