ফের সুন্দরবনে আগুন
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় আবারও আগুন লেগেছে।
সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন কীভাবে আগুনের সূত্রপাত হয়, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে বুধবার সকালের কোনো এক সময় আগুনের সূত্রপাত হয়।
শরণখোলা উপজেলার রাজাপুর ইউনিয়নের মেম্বর জাকির হোসেন জানান, ঘণ্টা দুয়েক আগে বনের মধ্যে অল্প ধোঁয়া দেখা যায়। এখন বনের ভেতরে ধোঁয়ার তীব্রতা বাড়ছে। আগুন লাগার স্থানে ছোট ও লতাজাতীয় গাছ বেশি থাকায় আগুন দ্রুত বনের ভেতর ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরো জানান, স্থানীয় শতাধিক লোকজনকে সঙ্গে নিয়ে বন বিভাগ আগুন লাগার স্থানে ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও সাইদুল ইসলাম বলেন, কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রওনা হয়েছে।
এর আগে ২৭ মার্চ একই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে দেড় একর জায়গার গাছপালা পুড়ে যায়। ঘটনা তদন্তে বন বিভাগ কমিটি গঠন করে।
মন্তব্য চালু নেই