ফের ফাঁসি বন্ধে আহ্বান ইইউর

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারে ফাঁসির আদেশের আবারো তীব্র বিরোধীতা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই সঙ্গে অপেক্ষমান সব দণ্ড মুলতবি করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার সংস্থার ঢাকা অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এর আগে বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনেও এর বিরোধীতা করে রায় পুনর্বিবেচনার আহ্বান জানান বাংলাদেশে নিযুক্ত সংস্থার নতুন রাষ্ট্রদূত পিয়েরে মায়াডুন। তবে ইইউ মানবতাবিরোধী বিচারের বিপক্ষে নয় বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে ইইউ জানায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন অপরাধের বিচার প্রক্রিয়া ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণে রেখেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন এসব অপরাধের সম্ভাব্য ফাঁসির দণ্ড নিয়ে শুরু থেকেই উদ্বেগ জানিয়ে আসছে ইইউ। এটি অত্যন্ত নিষ্ঠুর এবং অমানবিক।

বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলোপে ইইউ’র যে ভূমিকা রয়েছে তার বাস্তবায়ন দেখতে সংস্থার বাংলাদেশি কর্মকর্তারাও কাজ করছে উল্লেখ করে ওই বিজ্ঞপ্তিতে এ রায় রহিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।



মন্তব্য চালু নেই