ফেনীর মহিপালে বাংলাদেশের প্রথম ৬ লেন বিশিষ্ট ফ্লাইওভার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপালে বাংলাদেশের সর্বপ্রথম ৬ লেন বিশিষ্ট উড়াল সেতু নির্মাণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বিকেলে মহিপালে নির্মাণ স্থান পরিদর্শনকালে তিনি আরও বলেন, ১৫৮ কোটি টাকা ব্যায়ে ৬৬০ মিটার দৈঘ্য ৬ লেন বিশিষ্ট উড়াল সেতুটির মূল কাজ আগামী ডিসেম্বর মাসেই শুরু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সেনাবাহিনীকে এই ফ্লাইওভার নির্মাণ কাজের দায়িত্ব দেয়া হচ্ছে। তিন বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে।
এসময় ফেনী জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার, প্রকল্প কর্মকর্তা মেজর জুলফিকার, মেজর সাদেক, ক্যাপ্টেন সাত্তার, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শুসেন চন্দ্রশীল, নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন্।
মন্তব্য চালু নেই