ওসির নির্দেশে ঘুষের টাকা ফেরত দিলেন এএসআই

ফেনীর ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে একই থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ঘুষের টাকা ফেরত দিয়েছেন।

স্থানীয়রা জানান, থানার এএসআই আবদুর রহমান শুক্রবার রাতে ছাগলনাইয়া পৌরসভার কলেজ রোডে দায়িত্ব পালন করছিলেন। এ সময় নীলফামারী জেলার সাজেদুল নামে এক রিকশাচালক প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হলে পুলিশ দেখে দৌঁড়ে রিকশা মেসে ঢুকে পড়েন।

তারা জানান, এরপর পুলিশ তার পিছু ধাওয়া করে মেসে ঢুকে চালককে খুঁজতে থাকে। এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা তাকে ধরে না দিলে মেসের সবাইকে ধরে নিয়ে যাওয়া হবে বলে ভয় দেখান। মেসের সবাই ভয়ে ওই রিকশাচালককে পুলিশের হাতে তুলে দেন।

এক পর্যায়ে রহমান তাকে ছাড়িয়ে নিতে রিকশা মেসের মালিকের কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। এত টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে পুলিশের পা ধরে মাফ চান রিক্সাচালক বলে জানা যায়।

এরপরও টাকা দাবি করলে ২ হাজার টাকা দিয়ে ছাড়া পান রিক্সাচালক সাজেদুল। শনিবার রাতে ওসি রাশেদ খান চৌধুরী এ খবর জানতে পেরে পুলিশ কর্মকর্তা রহমানকে তিরস্কার করেন এবং রিকশাচালকের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। ওসির কথা মতো রহমান টাকা ফেরত দিয়ে দেন।

ওসি রাশেদ চৌধুরী বিষয়টি স্বীকার করে জানান, তিনি যতক্ষণ দায়িত্ব পালন করছেন ততক্ষণ কেউ হয়রানির স্বীকার হবেন না।



মন্তব্য চালু নেই