ফেনীতে ৪ তলা ভবন হেলে পড়েছে ৬ তলার উপর
সারাদেশের মতো ফেনীতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে জেলার কোথাও কোনো ধরনের হতাহতের খবর না পাওয়া গেলেও ফেনী পৌরসভার একটি ভবন পাশের অপর ভবনের ওপর হেলে পড়েছে।
বুধবার রাত ৭টা ৫৭ মিনিটে ভূমিকম্পে ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডে সুলতানপুর এলাকার ৪ তলা চৌধুরী ভবন পাশের ৬তলা ভবনের ওপর হেলে পড়ে। তবে এতে কোনো ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।
তবে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও গণপূর্ত বিভাগ ৪ তলা ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে।
স্থানীয়রা জানান, তাৎক্ষণিকভাবে ৬ তলা ভবনের কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দু’টি ভবনের মালিক মো. তোফায়েল। তিনি আমেরিকা প্রবাসী।
ঘটনাস্থল পরিদর্শন করছেন জেলা প্রশাসক আমিল উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান, ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ।
জেলা প্রশাসক আমিন উল আহসান জানান, রাতেই ভবনে বসবাসকারী সব পরিবারকে অন্যত্র থাকার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে, ভূমিকম্প হওয়ার সাথে সাথে বিভিন্ন বাসা-বাড়ির লোকজন রাস্তায় নেমে আসে। পুলিশ কন্ট্রোল রুমের ভাষ্যমতে, জেলার কোথাও কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন তারা এধরনের ভূমিকম্প আর দেখেনি।
মন্তব্য চালু নেই