ফিলিস্তিন প্রেসিডেন্ট ঢাকায় আসছেন ১ ফেব্রুয়ারি

আগামী ১ ফেব্রুয়ারি তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তার এই সফরকালে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে।

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ রামাদান সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা মরহুম ইয়াসির আরাফাতের পর মাহমুদ আব্বাসের এই সফর হবে ফিলিস্তিনের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। সর্বশেষ ১৯৯৭ সালে ঢাকায় এসেছিলেন ফিলিস্তিনের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত।

ঢাকা সফরকালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও করবেন।

তার এই সফরকালে দু`দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হবে এবং কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।



মন্তব্য চালু নেই