ফিরে এলেন ‘নিখোঁজ’ চার শিক্ষার্থীর একজন

রাজধানীর বনানী থেকে গত ডিসেম্বর মাসে ‘নিখোঁজ’ হওয়া চার শিক্ষার্থীর মধ্যে একজন ফিরে এসেছেন। ফিরে আসা যুবকের নাম মেহেদী হাসান।

মঙ্গলবার বিকেলে মেহেদীর স্ত্রী মোসাম্মৎ শারমিন আক্তার রিংকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেহেদী কোথায় ছিল কিছুই জানেন না। তিনি কিছুই মনে করতে পারছেন না।

ফিরে আসার পর মেহেদী বাবুগঞ্জ থানায় গিয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ডিএমপি নিউজ জানিয়েছে, ‘আজ সকাল ৮টার দিকে মেহেদী নিজেকে সাভারের নবীনগর এলাকায় আবিষ্কার করেন। পরে সেখান থেকে সে (মেহেদী) তার নিজ বাড়ি বরিশালের বাবুগঞ্জে ফিরে যায়। এতদিন কোথায় ছিল এমন প্রশ্নে কিছুই বলতে পারেনি মেহেদী।’

বাবুগঞ্জ থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, সে (মেহেদী হাসান) বর্তমানে বাবুগঞ্জ থানায় আছে। তাকে জিজ্ঞাসাবাদ করছি, সে এতদিন কোথায় ছিল আমরা তা জানার চেষ্টা করছি।

এর আগে ১ ডিসেম্বর রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকার নর্দান ক্যাফে রেস্তোরাঁয় ওই চার যুবককে একত্রে শেষ দেখা গিয়েছিল। এরপর থেকেই নিখোঁজ হয় তারা। পরে বনানী থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়।

সিসিটিভি ফুটেজে তাদের সর্বশেষ ক্যাফেতে কথা বলতে দেখা যায়। পুলিশের ধারণা ছিল তারা জঙ্গিবাদের সঙ্গে জড়িয়েছে।



মন্তব্য চালু নেই