ফালু ফের ৩ দিনের রিমান্ডে

বিস্ফোরক দ্রব্য আইনে বাড্ডা থানার দায়ের করা মামলায় খালেদা জিয়ার উপদেষ্টা ও এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুকে ফের তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের রিমান্ড আবেদন ও আসামি পক্ষের জামিন আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান শনিবার বিকেল ৩টার পর এ আদেশ দেন।

এর আগে ফালুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম।

গত ১ ফেব্রুয়ারি বাড্ডার প্রগতি স্মরণী এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ফালুকে গ্রেফতার দেখানো হয়।

২ ফেব্রুয়ারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে খিলগাঁও থানায় দায়ের করা মামলায় মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মহানগর হাকিম হাসিবুল হকের আদালত। গত ৩০ জানুয়ারি খিলগাঁও এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

১ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলী ফালুকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।



মন্তব্য চালু নেই