ফালুকে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে গাড়ি পোড়ানোর অভিযোগে খিলগাঁও থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মো. ওবায়দুর এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে রবিবার রাত ৮টায় তাকে আটক করে ডিবি। আটকের পর পরই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মোসাদ্দেক আলী ফালু গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। সাক্ষাৎ শেষে কার্যালয় থেকে বের হলে প্রধান ফটকের সামনেই তাকে ডিবি পুলিশ আটক করে।’



মন্তব্য চালু নেই