ফাঁসি দিবসে বিনম্র শ্রদ্ধা মাস্টরদা সূর্য সেনকে

চট্টগ্রামে নানা আয়োজনে বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মাস্টারদা সূর্য সেনের ৮২তম ফাঁসি দিবস পালিত হচ্ছে।

১২ জানুয়ারি সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ঐতিহাসিক ফাঁসির মঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ।

এ সময় চট্টগ্রাম কারাগারসহ সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও ফুল দেওয়া হয়। এছাড়া নগরীর জে এম সেন হলে মাস্টারদা’র আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সিপিবি, বাসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, চিটাগং অ্যাসোসিয়েশন, পথিকৃৎ পাঠাগার, সূর্য সেন স্মৃতি পাঠাগার, অবসর সাংস্কৃতিক গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। চট্টগ্রামের বিভিন্ন সংগঠন দিনব্যাপী আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। গত চার বছর ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাস্টারদার ফাঁসি দিবস পালন করে আসছে জেলা প্রশাসন। প্রায় সাড়ে ৫৮ কোটি টাকা ব্যয়ে ২০১২ সালে শেষ হওয়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকায়ন শীর্ষক প্রকল্পের আওতায় ঐতিহাসিক ফাঁসির মঞ্চটিকে সংস্কার করে চারপাশে রেলিং স্থাপন করা হয়। বসানো হয় সূর্য সেনের প্রতিকৃতি। এদিকে বিপ্লবীর জন্মস্থান রাউজান উপজেলার নোয়াপাড়ায় সূর্য সেনের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও সংগঠন।



মন্তব্য চালু নেই