‘ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ ফেসবুক’

বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি যেমন এনেছে গতি, তেমনি এর নেতিবাচক প্রভাবে ডুবছে তরুণ সমাজ। যার প্রভাব পড়ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। বিশেষ করে শিক্ষার্থীরা। বর্তমানে ফেসবুক-ইন্টারনেট ছাড়া ছাত্র-ছাত্রী খুঁজে পাওয়াই দায়। ফেসবুক-ইন্টারনেটেই ডুবছে শিক্ষা ব্যবস্থা।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফল প্রকাশের পর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এ কথা বলেন।

মিজানুর রহমান বলেন, আমাদের কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ থাকার পরও অনেক ছাত্রী লুকিয়ে ফোন নিয়ে আসে। ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে বাথরুমে গিয়ে মোবাইলে কথা বলে। মোবাইল আটকে রাখলে অভিভাবকরা কলেজে এসে অভিযোগ করেন, কেন মোবাইল ধরেছি। তাহলে আমরা কোথায় যাব? কিভাবে শিক্ষা দেবো?

তিনি বলেন, অনেক অভিভাবক এসে অভিযোগ করেন, তার মেয়ে রাত জেগে পড়ার নামে মোবাইলে ফেসবুক খুলে বসে থাকেন। এভাবে ফেসবুক ব্যবহার করার ফলে শিক্ষার মান দিন দিন খারাপের দিকেই যাবে। আগামীতে আরো খারাপ ফল হওয়ার আশঙ্কা রয়েছে।



মন্তব্য চালু নেই