নারী লাঞ্ছনাকারীদের গ্রেফতারের দাবীতে

ফরিদপুরে সামাজিক প্রতিরোধ কমিটির মানববন্ধন

বাঙ্গালীর বাংলা নববর্ষ ১লা বৈশাখ বরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি জায়গায় নারীদের যৌন হয়রানীর শিকার হওয়ার প্রতিবাদে সামাজিক প্রতিরোধ কমিটি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সোমবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে ফরিদপুরের বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও গুলোর যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। মানব বন্ধন চলাকালে ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা সামাজিক প্রতিরোধ কমিটির অধ্যাপক শিপ্রা রায়, সাজেদা বেগম মনি, টিআইবির মজিবর রহমান, এনজিও ব্যক্তিত্ব আজাহারুল ইসলাম, সাব্বির হোসেন, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, শাহাজাদী বেগম, ইন্দজিৎ কুমার নিত্য, জাহানারা বেগম ডলিসহ জেলার নারী নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নারীনেত্রী আসমা আক্তার মুক্তা।



মন্তব্য চালু নেই