ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী কৈডুবি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়। এতে বাসের ২৪ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২২ যাত্রী।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, ঢাকা থেকে বরিশালগামী সোনার তরী পরিবহণের একটি বাস ঢাকা-বরিশাল হাইওয়ের কৈডুবি এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলে ১৯ যাত্রী নিহত হন এবং আহত হন ২৭ জন। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তিনজন এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে আরো দুইজন মারা যান। নিহত ২৪ জনের মধ্যে ১৯ জনের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায়, তিনজনের লাশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং দুইজনের লাশ ফরিপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

নিহতদের মধ্যে চারজনের নাম পরিচয় জানা গেছে। এরা হলেন পটুয়াখালীর খেপুপাড়া এলাকার শাহীন (২৮), একই এলাকার আসমা বেগম (২৭), গোপালগঞ্জের মকসুদপুরের শফিকুল ইসলাম (৩২) (হেলপার), বরিশালের বানারীপাড়ার আফজাল হোসেন (অবসারপ্রাপ্ত নৌবাহিনীর সার্জেন্ট)।



মন্তব্য চালু নেই