ফরমালিন বিষয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন

খাদ্যোজাত দ্রব্যে মেশানো ক্ষতিকর কেমিক্যাল ফরমালিন আমদানি নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ গঠণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়েছে।

একইসঙ্গে ফরমালিন আমদানি করতে আইন প্রণয়নের নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির এ আবেদনটি করেন।

এর আগে গত ২৬ মে ফরমালিন নিয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছিল। ওই আবেদনের সঙ্গে এটি সম্পূরক করা হয়েছে।

গত ১১ জুন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন দেখে এ সম্পূরক আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মহিদুল কবির।

তিনি এ বিষয়ে লিগ্যাল ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে এর আগে গত ২৬ মে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করেছিলেন।



মন্তব্য চালু নেই