সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালিত
ফরমালিনযুক্ত ফল বিনষ্ট, ৫ ব্যবসায়ীকে জরিমানা
ফরমালিন বিরোধী অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়ায় ফরমালিনযুক্ত ফল বিনষ্ট করা হয়েছে। এসময় কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ওজনে কম দেয়া ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালতের এ অভিযান কলারোয়া বাজারে পরিচালিত হয়। জানা গেছে, ওজনে কম দেয়ার অভিযোগে কলারোয়া বাজারের মুরগি ও গরু মাংস ব্যবসায়ী আ.রশিদকে ৫’শ টাকা, মোখলেছুর রহমানকে ২’শ টাকা, সেলিম হোসেনকে ২’শ টাকা, মিয়ারাজকে ৫’শ টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হাসপাতাল রোডের সেতু হোটেলের জাহাঙ্গীর আলমকে ১হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে চৌরাস্তা মোড়ের মা মনি ফল ভান্ডারে মালটা লেবুতে ফরমালিন পাওয়া যাওয়ায় সেগুলো বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অনুপ কুমার তালুকদার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া থানার ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন কনক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, কলারোয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক জুলফিকার আলী, এসআই বুলবুল আহম্মেদ, বেঞ্চ সহকারী এমএ মান্নান, মৎস্য অফিসের কর্মকর্তা আবুল কাশেম, ক্ষেত্র সহকারী মনিরুজ্জামান প্রমুখ।
মন্তব্য চালু নেই