প্রেসক্লাব যশোরে পপলু ও তার মেয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন
শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে শিক্ষার্থী-শিক্ষকদের উদ্যোগে
পেট্রোল বোমায় নিহত যশোরের ঠিকাদার নুরুজ্জামান পপলু ও তার কন্যা মাইশা তাসনিমসহ দেশব্যাপী সহিংসতায় নীরিহ মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশ গ্রহণ করে পুলিশলাইন মাধ্যমিক বিদ্যালয়, জিলা স্কুল, মহিলা উচ্চ বালিকা বিদ্যালয়, ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং সেবা সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী-শিক্ষক।
যশোরে বিএনপির বিক্ষোভ মিছিল
শনিবার দুপুরে যশোর জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি শহরের গুরুত্ব পুর্ণ সড়ক প্রদক্ষিন করে। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।
যশোরে পুলিশের বিশেষ অভিযান
বিভিন্ন মামলার ৪৩ আসামি আটক
শুক্রবার রাতব্যাপী ও শনিবার সকাল পর্যন্ত জেলার ৮টি উপজেলায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় ৪৩ জন আটক করে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক জানান আটককৃতরা বিভিন্ন মামলার আসামি। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।
যশোরে মাদক সেবন এক বৃদ্ধের মৃত্যু
যশোরে আমজাদ আলী গাজী (৬০) নামে এক বৃদ্ধ মাদক সেবনে মৃত্যু হয়েছে। সে যশোর সদরের সিরাজ সিংঙ্গা গ্রামের মৃত নুর আলী গাজীর পুত্র। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ জানায় শুক্রবার রাতে বৃদ্ধ আমজাদ আলী গাজী গ্রামের সোনা মাষ্টারের ভেড়ী বাঁধের উপর নেশা জাতীয় দ্রব্য সেবন করে। এতে তার মৃত্যু হয়। শনিবার সকালে এলাকাবাসী তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
যশোরে সন্ত্রাসীরা এক যুবকে কুপিয়ে জখম
যশোর সদরের হাশিমপুর এলাকায় এমদাদুল হককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সে ওই গ্রামের আবু সাঈদের পুত্র। এ ঘটনায় আহত যুবকের মামা মঞ্জরুল ইসলাম ওরফে মঞ্জু বাদি হয়ে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায় ১০ ফেব্র“য়ারি সন্ধ্যায় এমদাদুল হক হাশিমপুর বাজার থেকে মাসুদের বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। হাশিমপুর জামে মসজিদের পাশে পৌছালে পূর্বে শত্র“তার জের ধরে একই এলাকার আমিরুল ইসলাম বুলি,পলি,মুন্না, নজু,জুয়েল,আনোয়ার,রাসেল,সাইফুল অজ্ঞাত ২/৩জন সাইকেলের গতিরোধ করে।
এ সময় সন্ত্রাসীরা এমদাদুল হককে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ফিরে যাওয়ার সময় তারা ৪/৫টি বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় স্থানীয় লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসের দাবি ॥ সনাক যশোরের
শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরে সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের উদ্যোগে ১৪ ফেব্র“য়ারি সুন্দরবন দিবস ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সনাক যশোরের সভাপতি আবু সালেহ তোতা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আফসার আলী, অ্যাড. সৈয়দা মাসুমা বেগম, সুজন যশোরের সভাপতি সালেহা বেগম, অর্চনা বিশ্বাস প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিইবির সাবেক সভাপতি খায়রুল উমাম।
মন্তব্য চালু নেই