প্রেসক্লাবে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন খালেদা

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার কর্মজীবনের উপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সরেজমিন ঘুরে দেখা গেছে, জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর ১০৪টি দুর্লভ ছবি দিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। এতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

এদিকে প্রেসক্লাবে খালেদা জিয়ার আগমনের সংবাদে সকাল থেকে জড়ো হন ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী। গত ৫ জানুয়ারির পর টানা ৪মাস পর জাতীয় প্রেস ক্লাবে এরকম অনুষ্ঠান অায়োজন করলো ছাত্রদল।

এসময় খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন-নবী-খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।



মন্তব্য চালু নেই