প্রিয়াঙ্কার নারী ক্ষমতায়নের আহ্বান

অভিনেত্রী এবং গায়িকা উপাধিগুলো বলিউডের প্রিয়াঙ্কার জন্য পুরনো হয়ে গেছে। এবার বোধ হয় নতুন করে তার নামের পাশে সমাজকর্মী উপাধিটি যুক্ত যাচ্ছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বোস্টনে বিশ্বনেতাদের একটি সম্মেলনে প্রিয়াঙ্কা উন্নত দেশ গঠনে নারীদের উচ্চশিক্ষা এবং নারী ক্ষমতায়নের উপর জোর দেয়ার জন্য বিশ্বনেতাদের আহ্বান জানান।
সম্মেলন শেষে প্রিয়াঙ্কা টুইটে তার উচ্ছ্বাস প্রকাশ করে জানান, বিশ্বের বড় বড় নেতাদের সামনে আমার প্রিয় বিষয় ‘নারী ক্ষমতায়ন’ সম্পর্কে কথা বলতে পেরে ভালো লাগছে।
‘পিগিচপ্স’ অবশ্য এর মধ্যেই ‘ফ্যাশন’, ‘মেরিকম’ এর মতো ছবি দ্বারা প্রমাণ করেছেন যে, নারীপ্রধান ছবিও বলিউডে নায়ক প্রধান ছবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করতে পারে।
উল্লেখ্য, প্রিয়াঙ্কা বর্তমানে একটি টিভি শো এর জন্য যুক্তরাষ্ট্রে আছেন। সেখান থেকেই তিনি এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটন, ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং অ্যাপলের কো -ফাউন্ডার স্টিভ ওজনিয়াক উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই