‘প্রাণভিক্ষা চাইবেন কিনা ভেবেচিন্তে জানাবেন কামারুজ্জামান’
রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা চাইবেন কি চাইবেন না সেই সিদ্ধান্তের জন্য কারা কর্তৃপক্ষের কাছে সময় চেয়েছেন কামারুজ্জামান। নিয়ম অনুযায়ী তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার জন্য সাতদিন সময় পাবেন। আইন অনুযায়ী এর আগে তাকে ফাঁসি দেওয়া যায় না।
রাজধানীর কেন্দ্রীয় কারাগারের সামনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কামারুজ্জমানের আইনজীবী এ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সাংবাদিকদের এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, তাকে বুধবার জেল কর্তৃপক্ষ আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি শোনানো হলে তিনি কিছু বিষয় জানার জন্য আইনজীবীদের সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করেন। এরই প্রেক্ষিতে জেল কর্তৃপক্ষ তাদেরকে দেখা করার অনুমতি দেন। যেসব বিষয়ে তিনি জানতে চেয়েছেন সেসব বিষয়ে আমরা তার সঙ্গে কথা বলেছি। এখন তিনি ভেবে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি চাইবেন না। বিধি অনুযায়ী তিনি যে কয়দিন সময় পান কারা কর্তৃপক্ষের কাছে সে কয়দিনই তিনি চেয়েছেন। এছাড়া তিনি ভালো আছেন, সুস্থ আছেন।
মন্তব্য চালু নেই