প্রাণভিক্ষার বিষয়ে সাকাই সিদ্ধান্ত দেবেন

প্রাণভিক্ষা চাইবেন কি না সে বিষয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেই সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।

তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না এটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। আইনজীবীদের সঙ্গে আলাপ করে এ বিষয়ে তিনিই সিদ্ধান্ত দেবেন।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সাকাপত্নী। সংবাদ সম্মেলনে সাকা চৌধুরীর দুই ছেলেও উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ও উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই