প্রশ্নপত্র ফাঁস, ৪ শিক্ষকের কারাদণ্ড

কুষ্টিয়ার খোকসায় জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নপত্র বাইরে নিয়ে যাওয়ার অভিযোগে ৪ শিক্ষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকালে উপজেলার শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- আফিল উদ্দিন, দেব কুমার ঘোষাল, সরোয়ার হোসেন ও বিশ্বনাথ দাস।
দণ্ডপ্রাপ্ত আফিল উদ্দিন, দেব কুমার ঘোষাল ও সরোয়ার হোসেন শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্বনাথ ঘোষ আমবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান বলেন, ‘জেএসসি গণিত পরীক্ষা চলাকালীন সময়ে খোকসার শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ে গণিত পরীক্ষার প্রশ্নপত্র বাইরে নিয়ে যায় শিক্ষকরা। এসময় পুলিশ তাদের আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২ বছর করে কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে শিক্ষারমানকে সমন্বত রাখতে এবং জেলায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে জেলা প্রশাসনসহ শিক্ষা সংশ্লিষ্টদের এই প্রচেষ্টা অব্যহত থাকবে বলে জানান, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুজিব-উল ফেরদৌস।



মন্তব্য চালু নেই